নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহর কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৮ জুন) উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থান ও সময়:
কালীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক, রবিবার ৮ জুন।
ঘটনার বিবরণ:
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী মোঃ হারুন-অর-রশিদ। তার সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ লিখন, রুহুল আমিন, তানভীর হাসান, তাজবীর হাসান, কামাল হোসেন, রিফান হোসেন ও রাকিবুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তব্য ও উদ্দেশ্য:
বক্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দলের নীতি, আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হচ্ছে। তারা বলেন, বাংলাদেশ জাতীয় পার্টি সবসময় মানুষের কল্যাণে কাজ করে, সেই ধারাবাহিকতায় তারা মাঠে সক্রিয় রয়েছেন। গণসংযোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও রাজনৈতিক সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা চলছে।