বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর

কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর

2025-09-22  রিপোর্টারের নাম  26 views    

IMG-20250922-WA0015
নিজস্ব প্রতিনিধি 
ঝিনাইদহ কালীগঞ্জের মঙ্গলপৈতা বাজারে সোমবার বিকেলে স্থানীয় বিএনপি’র উদ্যোগে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

হাট সভায় প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রিয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আগামী নির্বাচন অতি সন্নিকটে। মাঠ পর্যায়ের নেতা কর্মিদেরকে এটা মনে রেখে দলের জন্য সাধারন মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এদেশের রাজনৈতিক একটি দল ধর্মের নাম ভাঙিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাদের সেই অতীতের দোসরদের ওপর ভর করে আবার বাংলার মাটিতে ফ্যাসিবাদীদের প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে। এটা বাংলার মানুষ বুঝে গেছে।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা বিরোধী দল মতের মানুষদের ওপর হামলা মামলা দিয়েছে। গনতন্ত্র হত্যা করেছে। এদেশের নিরীহ ছাত্রজনতার বুকে গুলি চালিয়ে মায়ের বুক খালি করেছে। তাদেরকে আবার প্রতিষ্ঠিত করতে গেলে ভোটের বাক্সে জনগন জবাব দিয়ে দিবে। কারন দেশের ভুক্তভোগী সাধারন মানুষকে তারা যতটা বোকা ভাবছেন ওতটা বোকা দেশপ্রেমিক জনগন নয়। 
তিনি দলের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ষড়যন্ত্র চলছে। এটা আরও জোরদার হতে পারে। সে কারনে সকলকে সজাগ থাকতে হবে। দেশ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীর বাংলাদেশের জন্য রুখে দিতে হবে সব ষড়যন্ত্রকে সর্বোপরি আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে হবে। 

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিনেপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আহেদ আলী লস্কর, ঢাকা দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রেন্টু লক্ষর,বিএনপি নেতা মহান বিশ্বাস, জয়নাল বিশ্বাস, লতিফ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি।রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লিফলেট হাটে উপস্থিত জনসাধারনের মাঝে নিজ হাতে বিতরণ এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। 


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর     ওসি আর্থিক অপরাধে জড়ালে ফৌজদারি মামলা করতে পারবেন- খুলনা রেঞ্জ ডিআইজি-দিগন্ত খবর