কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ফাতেমা প্রাইভেট হাসপাতালে নাকের পলিপাস অপারেশনে ভুল চিকিৎসার কারণে উৎস ভট্টাচার্য (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা এলাকায় তোলপাড় সৃষ্টি করেছে।
অপারেশন ও মৃত্যুর ঘটনা
পরিবারের সূত্রে জানা গেছে, উৎস ভট্টাচার্য দুই বছর আগে নাকের পলিপাসের সমস্যায় ডাক্তারের পরামর্শ নেন। ডাক্তার তাকে ১৭ বছর পূর্ণ হওয়ার পর অপারেশন করানোর নির্দেশ দেন। এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কালীগঞ্জ মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে ভর্তি হয় উৎস। এরপর পরিবারের সিদ্ধান্তে তাকে বৃহস্পতিবার (৬ মার্চ) ইকো ডায়াগনস্টিক সেন্টার ও ফাতেমা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. কাজী রাজিবুল ইসলাম সন্ধ্যা ৭টায় অপারেশনের কথা বললেও, তা কয়েকবার পিছিয়ে শেষ পর্যন্ত ভোর ৫টায় করা হয়।
পরিবারের অভিযোগ,
- অপারেশন দীর্ঘ ৪-৫ ঘণ্টা ধরে চলে।
- সকাল ৯টার দিকে বেডে দেওয়ার পর কিছুক্ষণ জ্ঞান ফিরলেও আবার অচেতন হয়ে পড়ে।
- পরিস্থিতি খারাপ হলে যশোরে রেফার করা হয়, কিন্তু সেখানকার চিকিৎসক উৎসকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি: পরিকল্পিত হত্যা
উৎসের বাবা উজ্জ্বল ভট্টাচার্য বলেন,
"সুস্থ ছেলেকে সামান্য নাকের অপারেশন করাতে নিয়ে গিয়েছিলাম, এখন তাকে লাশ হয়ে ফিরতে হলো। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভুল চিকিৎসা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।"
হাসপাতাল ঘেরাও, মামলা দায়ের
এই ঘটনার পর শতাধিক বিক্ষুব্ধ জনতা ফাতেমা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন এবং হাসপাতালটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।
পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য মেলেনি
এ বিষয়ে হাসপাতালের মালিক ইকরামুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পূর্বেও ছিল ভুল চিকিৎসার অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, এর আগেও এই হাসপাতালে সিজারিয়ান অপারেশনসহ বেশ কয়েকটি ভুল চিকিৎসার ঘটনা ঘটেছে, যেখানে রোগীরা মারা গেছেন।
প্রশাসনের তদন্ত দাবি
স্থানীয়রা প্রশাসনের কাছে অবিলম্বে তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।