নিজস্ব প্রতিনিধি,
ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও আরাফাত রহমান কোকো সহ রাজনৈতিক আন্দোলনে নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং গণতান্ত্রিক আন্দোলনে আহতদের সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের আয়োজন
রবিবার (১৬ মার্চ) বিকেল থেকে কালীগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভার মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্য
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
বক্তব্যে তিনি বলেন—
"ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরে যে লুটপাট করেছে, বর্তমান অনির্বাচিত সরকারের উপদেষ্টারা মাত্র ৬ মাসেই তার চেয়ে বেশি লুটপাট করেছে। এখনো গণতন্ত্র ফিরে আসেনি। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।"
সভাপতির বক্তব্য
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান।
উপস্থিত নেতৃবৃন্দ
ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ অংশে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।