মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি,
দেশব্যাপী চলমান ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড চত্বরে সাধারণ জনগণের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণ ও বক্তব্য
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন—
✅ সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ
✅ ছাত্রনেতা মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দিন শোভন, জুয়েল রানা, মাহাফুজুর রহমান ঈশান, রিয়াজ উদ্দিন, হারুন আর রশিদ রাজা, ইফতি জাহান, তাজুল ইসলাম, মেহেদী হাসান হিরণসহ অন্যান্যরা।
বক্তাদের দাবি
বক্তারা বলেন—
- "ধর্ষকরা কোনো দলের নয়, তারা সমাজের আবর্জনা।"
- "ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে বছরের পর বছর অপেক্ষা করা যাবে না।"
- "ডাক্তারি পরীক্ষায় প্রমাণ পাওয়া গেলে ২১ দিনের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।"
সবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান
এ সময় বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়াতে হবে। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত সাধারণ জনগণ নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।