সোহেল রানা,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :-
ঝিনাইদহ কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের হাসেম আলীর ছেলে ও নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুর আনুুমানিক সাড়ে ১২ টার দিকে বিদ্যুৎচালিত মটরে জমিতে সেচ দিয়ে বীজতলা তৈরীর কাজ শেষে মটর বন্ধ করতে গেলে তিনি বিদ্যুতে স্পৃষ্ট হন।
স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক মটরে সেচ দিয়ে মাঠে আমনের বীজতলা তৈরীর কাজ করছিলেন। কাজ শেষে বৈদ্যুতিক মটর বন্ধ করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নতুনবাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মতিন বলেন, জাহাঙ্গীর হোসেন তার বিদ্যালয়ে ২০১৬ সাল থেকে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।