নিজস্ব প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম।
সভায় উপস্থিত অতিথিরা
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন—
✅ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম
✅ কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার
✅ উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব আলম রনি
✅ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অরুন কুমার দাস
উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য
সভায় ইউএনও দেদারুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবস দু’টি যথাযথ মর্যাদায় পালন করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গৃহীত সিদ্ধান্তসমূহ
🔹 ২৫ মার্চ গণহত্যা দিবস:
- সন্ধ্যায় শহরের আড়পাড়া বধ্যভূমিতে মোমবাতি প্রজ্বালন করা হবে।
🔹 ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস:
- সকাল ৭টা: উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ।
- সকাল ৮টা: সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মার্চপাস্ট, সালাম গ্রহণ ও কুচকাওয়াজ।
- মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা।
- উপজেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
অন্যান্য অতিথিদের বক্তব্য
সভায় আরও বক্তব্য রাখেন—
✅ কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু
✅ সদস্য আনোয়ারুল ইসলাম রবি
✅ সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল সরদার ও সেকেন্দার আলী
✅ গণমাধ্যমকর্মী আলহাজ্ব শহিদুল ইসলাম, জামির হোসেন, হাবিব ওসমান, শাহরিয়ার আলম সোহাগ, সাবজাল হোসেন, মিশন আলী
✅ শহীদ নূর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু
✅ সোনার বাংলার ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস
✅ মাধ্যমিক শিক্ষক সমিতির কামাল হোসেন
✅ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিটু
✅ শিক্ষক রফিকুল ইসলাম
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।