নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সূত্রাপুরের ঐতিহ্যবাহী জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে রংধনু থিয়েটারের সামাজিক ও বাস্তবধর্মী নাটক ‘খলনায়ক’-এর জাঁকজমকপূর্ণ উদ্বোধন। প্রযোজনা নম্বর ২৮ হিসেবে মঞ্চস্থ হওয়া এ নাটকের প্রথম প্রদর্শনী উপভোগ করতে হাজির হন প্রায় এক হাজার নাট্যপ্রেমী দর্শক।
উদ্বোধনী অনুষ্ঠানটি উদ্বোধন করেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন,
“‘খলনায়ক’ একটি বাস্তবধর্মী ও সমাজ সচেতন নাটক। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার যেখানে তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাচ্ছে, সেখানে এমন নাটক আলোর পথ দেখাতে পারে।”
তিনি আরও বলেন,
“ইউটিউব ও ফেসবুকে কিছু কনটেন্ট সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। নাটকের মাধ্যমে সেই অপচেষ্টার বিরুদ্ধে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্য সংগঠক ডা. মোঃ আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ এ সৌরভ খান। তিনি বলেন,
“নাটকের প্রাণ দর্শক-শ্রোতা। ‘খলনায়ক’ সব বয়সের জন্য উপযোগী একটি সামাজিক নাটক, যা বাস্তবতায় পরিপূর্ণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- নাট্য নির্দেশক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রুবেল হোসেন টুকু (প্রধান বক্তা)
- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলমগীর হোসেন (শুভেচ্ছা বক্তব্য)
- বন্ধন নাট্যগোষ্ঠীর সভাপতি শহিদুর রহমান মন্টু (বিশেষ বক্তা)
- রংধনু থিয়েটারের সাধারণ সম্পাদক শাহনাজ সিমি, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ দুলাল
- বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের শিক্ষা সম্পাদক ওয়ারেশ আহমেদ তাপস ও দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন
এছাড়াও নাটকটির কলাকুশলী ও শিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘খলনায়ক’ নাটকটি বর্তমান সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সচেতনতা তৈরির বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে—এমনই প্রত্যাশা করেন আয়োজক ও অতিথিরা।