নিজস্ব প্রতিবেদক,
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী।
পূর্ণাঙ্গ সিলেবাসে ও পূর্ণ নম্বরে পরীক্ষা
দুই বছর পর এবার পরীক্ষাগুলো হচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ের ভিত্তিতে। পরীক্ষার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা দেবে। আজ বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা, যা চলবে আগামী ১৩ মে পর্যন্ত।
ব্যবহারিক পরীক্ষা ও সময়সূচি
তত্ত্বীয় পরীক্ষার পর ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলবে এসএসসি ব্যবহারিক পরীক্ষা।
দাখিল ও ভোকেশনাল পরীক্ষার সূচি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা শুরু হয়েছে কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত, আর ব্যবহারিক পরীক্ষা ১৪ থেকে ১৮ মের মধ্যে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থীরা আজ বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিয়েছে। তাদের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে ইংরেজি দ্বিতীয়পত্র দিয়ে। ১৩ থেকে ২২ মে ব্যবহারিক পরীক্ষা, এবং ২৩ মে থেকে ১ জুলাই পর্যন্ত চলবে বাস্তব প্রশিক্ষণ।
পরীক্ষার্থী সংখ্যা ও কেন্দ্র
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে:
- ছাত্র: ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন
- ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন
মোট পরীক্ষার্থী: ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, যারা ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে:
- ছাত্র: ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন
- ছাত্রী: ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন
মোট পরীক্ষার্থী: ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন, কেন্দ্র: ৭২৫টি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে:
- ছাত্র: ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন
- ছাত্রী: ৩৪ হাজার ৯২৮ জন
মোট: ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন
নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে থেকে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষাসংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউ প্রবেশ বা চলাচল করতে পারবেন না।
এছাড়া, ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৩৪ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যাতে প্রশ্নফাঁসসহ কোনও ধরনের অনিয়ম না ঘটে।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।