নিজস্ব প্রতিনিধি,
ঝিনাইদহের কালীগঞ্জে আহসানুল ইসলাম অর্কিডকে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্বজনদের আহ্বান
মানববন্ধনে নিহত অর্কিডের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তার স্ত্রী তানজিলা আফরিন অর্পা, তিন বছরের মেয়ে তাবাচ্ছুম অকিয়া এবং বাবা ওসমান গনি কান্নাজড়িত কণ্ঠে হত্যার বিচার দাবি করেন।
অর্কিডের স্ত্রী তানজিলা আফরিন অর্পা বলেন,
"আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সব প্রমাণ থাকার পরও পুলিশ মামলা নিতে চাচ্ছে না। আমরা কি ন্যায়বিচার পাব না?"
তিনি আরও জানান, গত ৫ মার্চ কৌশলে যশোরে ডেকে নিয়ে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১০ মার্চ তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ ও প্রশাসনের ভূমিকা
অর্কিডের বাবা ওসমান গনি বলেন,
"আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যার সঠিক বিচার চাই।"
এদিকে, পরিবারের দাবি, হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ গড়িমসি করছে।
ঘটনার পটভূমি
গত ৫ মার্চ যশোরের পুরাতন কসবা এলাকায় আহসানুল ইসলাম অর্কিডকে ডেকে নিয়ে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সালের বিরুদ্ধে। ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় অর্কিডের মৃত্যু হয়।
নিহতের স্বজনরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।