নিজস্ব প্রতিনিধি,
ঢাকা, ১৫ মার্চ ২০২৫ (১৪ রমজান): নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ও মাতৃজগত পরিবার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
ইফতার বিতরণ কার্যক্রম
শনিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের মিরপুর কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হলো।
সংগঠনের সভাপতি ও অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান বলেন—
"দেশের নির্যাতিত সাংবাদিকদের নিয়ে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কাজ করছে। প্রতিবছর শীতে শীতবস্ত্র বিতরণ ও রমজানে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করি। আমাদের প্রত্যাশা, সংগঠনটি সবসময় দেশের মানুষের পাশে থাকবে।"
প্রধান অতিথি ঢাকা প্রেসক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল বলেন—
"সাংবাদিক সংগঠনগুলো সবসময় অসহায় মানুষের পাশে থাকে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব দুর্যোগ ও বন্যায়ও মানবিক সহায়তা দিয়ে থাকে। আমরা আশা করি, এই সংগঠন সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে থাকবে।"
উপস্থিত বিশিষ্টজন ও অতিথিরা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর
- সিনিয়র সহ-সভাপতি সোহেল খান
- অর্থ সম্পাদক নজরুল ইসলাম
- যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান
- শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেছ আহমেদ ভূঁইয়া
- দপ্তর সম্পাদক ফয়জুল্লাহ স্বাধীন
- ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নিজাম
এছাড়া নুরুন্নবী ফরাজী মুক্তার, মোঃ জিন্নাতুল ইসলাম মুন্না, বাবুল সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজন ও সহযোগিতায়
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন—
- বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার
- সহ-সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।