নিজস্ব প্রতিবেদক,
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি মাধ্যমিক বিদ্যালয়ে উপবৃত্তির ফরম পূরণের নামে টাকা আদায়ের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষিকা কল্যাণী রানীর বিরুদ্ধে অভিযোগ, তিনি শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি ফরমে ১০০ টাকা করে আদায় করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষিকা কল্যাণী রাণী নিজেই জানিয়েছেন, "আমি সত্যিই শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়েছি।"
অন্যদিকে, প্রধান শিক্ষক রেজাউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এক সহকারী শিক্ষক ফোন ধরলেও শিক্ষার্থীদের বিষয়ে কথা বলতে তিনি অনাগ্রহ প্রকাশ করেন।
এতে প্রশ্ন উঠেছে, প্রধান শিক্ষকের এই নীরবতা কি তার সংশ্লিষ্টতার ইঙ্গিত বহন করছে?
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল জানান,
“অভিযোগ পাওয়ার পরপরই আদায়কৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
বিদ্যালয়ে এমন কর্মকাণ্ডে হতবাক অভিভাবক ও সাধারণ মানুষ।
তাঁরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।