নিজস্ব প্রতিবেদক,
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, ওসি (তদন্ত) মো. মারফত আলী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীর মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার, জামায়াতের উপজেলা আমীর, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা রিপন।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।