বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / ঝিনাইদহে বেড়ানোর কথা বলে পাচারের চেষ্টা, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ঝিনাইদহে বেড়ানোর কথা বলে পাচারের চেষ্টা, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

2025-05-02  রিপোর্টারের নাম  208 views    

নিজস্ব প্রতিবেদক,

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ তিনজনকে ভারতে পাচারের সময় শংকর অধিকারী (৩৯) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫টার দিকে মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

FB_IMG_1746184485748
শুক্রবার (২ মে) সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত শংকর অধিকারী ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাগদা থানার পূর্বহুদা গ্রামের বাসিন্দা।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তবর্তী বাঘাডাঙ্গা বিওপির নায়েক আবু হানিফের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার-৬০/৩৩ সংলগ্ন কাঞ্চনপুর গ্রামের ব্রিজের ওপর থেকে শংকর অধিকারীকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৫০,১১০ টাকা, ৮৫০ ভারতীয় রুপি ও ৭ ওমানি রিয়াল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি বেড়ানোর কথা বলে দুই নারী ও এক শিশুকে সীমান্তে নিয়ে আসেন এবং দালালের সহায়তায় ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

তদন্তে বেরিয়ে আসে, শংকর অধিকারী ২০২৩ সালের ১১ নভেম্বর ছয় মাসের ভিসায় বাংলাদেশে প্রবেশ করে মাদারীপুর জেলার রাজৈর থানার বড়খোলা গ্রামে আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। সেখানে তিনি কৌশলে এক ১৩ বছর বয়সী কিশোরীকে বিয়ে করে ভারতে ফিরে যান। পরে আবারও ১৭ এপ্রিল বাংলাদেশে প্রবেশ করেন এবং ঘুরতে যাওয়ার কথা বলে তার কথিত স্ত্রী, প্রতিবেশী যুথিকা বালা (২৯) ও তার ছেলে বাধন বৈদ্যকে সঙ্গে নিয়ে মহেশপুরে আসেন।

বিজিবির জিজ্ঞাসাবাদে ভিকটিমরা জানান, তারা পাচারের বিষয়টি জানতেন না। শংকর অধিকারী একজন দালালের সঙ্গে ৪৭ হাজার টাকার চুক্তিতে পাচার পরিকল্পনা করেন। ভারতে প্রবেশের পর ওই তিনজনকে বিক্রি করে নিজের খরচ উসুলের পরিকল্পনা ছিল তার।

বিজিবি বলছে, এটি একটি সুসংগঠিত মানব পাচার চক্রের অংশ। বহুদিন ধরে এ চক্র বাংলাদেশ থেকে ভারতে নারী ও শিশু পাচারে জড়িত।

গ্রেপ্তার শংকর অধিকারীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,
“গ্রেপ্তার পাচারকারী শংকর অধিকারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। ভিকটিম তিনজনকে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর