বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত: কারিগরি শিক্ষিত যুবকদের পদচারণায় মুখর মেলাপ্রাঙ্গণ

ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত: কারিগরি শিক্ষিত যুবকদের পদচারণায় মুখর মেলাপ্রাঙ্গণ

2025-04-30  রিপোর্টারের নাম  271 views    

 নিজস্ব প্রতিবেদক

কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা। বুধবার সকাল ১১টায় ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে “জব ফেয়ার” শীর্ষক এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন

FB_IMG_1746009917718
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, মডার্ণ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর হোসেন, জিএম আলমগীর হোসেন, আইডিইবি সভাপতি ইয়াসিন আলী, শৈলকুপা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সামায়ান হোসেন এবং কলেজের শিক্ষকবৃন্দ।

মেলায় অংশগ্রহণ করে ঝিনাইদহের ১১টি স্বনামধন্য প্রতিষ্ঠান, যাদের মধ্যে রয়েছে—জোহান ড্রিম ভ্যালি, জোহান এগ্রা ফুড, সিও, সৃজনী ফাউন্ডেশন, ওয়ালটন, এফএনএফ ফার্মাসিউটিক্যালস, সার্ফ এগ্রো, ফ্রিডম অ্যাডভান্সমেন্ট, আয়ান এন্টারপ্রাইজ ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং।

এই প্রতিষ্ঠানগুলোতে মোবাইল সার্ভিসিং, অটোমোবাইল, ফার্ম মেশিনারিজ, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, আইটি, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন পদের জন্য সিভি গ্রহণ করা হয়।

সকাল থেকেই মেলায় চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রার্থীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি প্রদান করেন। অনেকে ই-মেইল ও স্ক্যান করে আবেদন জমা দেন।

সাধুহাটী থেকে আগত চাকরিপ্রার্থী সাজমুস সাকিব জানান, তিনি অনার্সে পড়ছেন এবং চাকরির জন্য মেলায় এসে তিনটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন।

অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা বলেন,

“কারিগরি শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান,
“১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ যুবক বিদেশে গেছেন এবং সাম্প্রতিক সময়ে ৪০ জন শিক্ষার্থী চীনে শিক্ষাবৃত্তি নিয়ে গেছেন।”
তিনি ব্রিটিশ আমলের ওয়ার্কশপটির কথাও উল্লেখ করেন, যা এখনো প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ।

আয়োজকদের তথ্যমতে, প্রায় ১০-১২ হাজার চাকরিপ্রার্থী মেলায় অংশগ্রহণ করেন। নিবন্ধনের জন্য ছিল আলাদা স্টল ও অনলাইন পদ্ধতি। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়াও ছিল অত্যন্ত ইতিবাচক

স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ নিয়মিত হলে তরুণদের মধ্যে কর্মমুখী মনোভাব গড়ে উঠবে এবং দক্ষ জনশক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর