নিজস্ব প্রতিবেদক
কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ নতুন ও অভিজ্ঞ প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো দিনব্যাপী চাকরি মেলা। বুধবার সকাল ১১টায় ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে “জব ফেয়ার” শীর্ষক এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, মডার্ণ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি এবিএম জাহাঙ্গীর হোসেন, জিএম আলমগীর হোসেন, আইডিইবি সভাপতি ইয়াসিন আলী, শৈলকুপা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সামায়ান হোসেন এবং কলেজের শিক্ষকবৃন্দ।
মেলায় অংশগ্রহণ করে ঝিনাইদহের ১১টি স্বনামধন্য প্রতিষ্ঠান, যাদের মধ্যে রয়েছে—জোহান ড্রিম ভ্যালি, জোহান এগ্রা ফুড, সিও, সৃজনী ফাউন্ডেশন, ওয়ালটন, এফএনএফ ফার্মাসিউটিক্যালস, সার্ফ এগ্রো, ফ্রিডম অ্যাডভান্সমেন্ট, আয়ান এন্টারপ্রাইজ ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং।
এই প্রতিষ্ঠানগুলোতে মোবাইল সার্ভিসিং, অটোমোবাইল, ফার্ম মেশিনারিজ, কম্পিউটার, ইলেকট্রিক্যাল, আইটি, ওয়েব ডেভেলপমেন্টসহ বিভিন্ন পদের জন্য সিভি গ্রহণ করা হয়।
সকাল থেকেই মেলায় চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রার্থীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সিভি প্রদান করেন। অনেকে ই-মেইল ও স্ক্যান করে আবেদন জমা দেন।
সাধুহাটী থেকে আগত চাকরিপ্রার্থী সাজমুস সাকিব জানান, তিনি অনার্সে পড়ছেন এবং চাকরির জন্য মেলায় এসে তিনটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন।
অধ্যক্ষ ড. আনিচুর রহমান মৃধা বলেন,
“কারিগরি শিক্ষাকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও জানান,
“১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান থেকে প্রায় ৩০০ যুবক বিদেশে গেছেন এবং সাম্প্রতিক সময়ে ৪০ জন শিক্ষার্থী চীনে শিক্ষাবৃত্তি নিয়ে গেছেন।”
তিনি ব্রিটিশ আমলের ওয়ার্কশপটির কথাও উল্লেখ করেন, যা এখনো প্রতিষ্ঠানটির অন্যতম আকর্ষণ।
আয়োজকদের তথ্যমতে, প্রায় ১০-১২ হাজার চাকরিপ্রার্থী মেলায় অংশগ্রহণ করেন। নিবন্ধনের জন্য ছিল আলাদা স্টল ও অনলাইন পদ্ধতি। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিক্রিয়াও ছিল অত্যন্ত ইতিবাচক।
স্থানীয়রা মনে করছেন, এমন উদ্যোগ নিয়মিত হলে তরুণদের মধ্যে কর্মমুখী মনোভাব গড়ে উঠবে এবং দক্ষ জনশক্তি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।