বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন।

ঝিনাইদহে ছেলের হাতে বাবা খুন।

2025-06-16  রিপোর্টারের নাম  369 views    

InShot_20250616_132937826
সোহেল রানা 
ক্রাইম রিপোর্টার 
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :-

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের  শঙ্করপুর গ্রামে ছেলের কোদালের আঘাতে শাহাদাত হোসেন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকাল আনুমানিক  সাড়ে ১০টার দিকে পারিবারিক জমিতে কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের ছেলে। অভিযুক্ত ছেলে ফয়সাল হোসেন মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পিতা-পুত্র মিলে ঝালের ক্ষেতে কাজ করতে যান। হঠাৎ কথা কাটাকাটির একপর্যায়ে ফয়সাল ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন।অতিরিক্ত রক্ত খরনে ঘটনাস্থলেই মারা যান শাহাদাত হোসেন। পরবর্তীতে এলাকাবাসী ফয়সালকে আটক করে পুলিশেকে খবর দেন।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, "কাজ করতে করতে ঝগড়া শুরু হয়। আমরা কিছু বুঝে ওঠার আগেই কোদাল দিয়ে মাথায় আঘাত করেন তখন উনি মাটিতে পড়ে যান। রক্তে ভেসে যায় পুরো জায়গাটা।"

আরেক প্রতিবেশী আলী আজম বলেন, “নিহত শাহাদাত হোসেন জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। আগেও মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে।”

ঘটনার বিষয়ে বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে এ ঘটনায় গান্না ইউনিয়নে  শঙ্করপুর গ্রামে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। বাবা-ছেলের এমন ট্র্যাজিক পরিণতিতে হতবাক এলাকাবাসী।


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর