নিজস্ব প্রতিনিধি:
সারা দেশে ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে শহরের পোস্ট অফিস মোড়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের চিত্র:
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকেন। তারা ধর্ষণের ঘটনায় দ্রুত ও কঠোর শাস্তির দাবি জানান।
বক্তব্য ও হুঁশিয়ারি:
বক্তারা বলেন, দেশের নীতি-নৈতিকতার অবক্ষয়ের কারণেই ধর্ষণের ঘটনা বাড়ছে। তারা দাবি করেন, যদি জনসম্মুখে ধর্ষকদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হতো, তাহলে কেউ আর নারীদের প্রতি কুদৃষ্টির সাহস করতো না।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি দ্রুত ধর্ষণের বিচার না হয়, তাহলে জনগণ নিজেরাই তাদের শাস্তির ব্যবস্থা করতে বাধ্য হবে।
উপস্থিত নেতৃবৃন্দ:
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
✅ ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করিম
✅ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এইচ এম নাইম
✅ সাধারণ সম্পাদক আবু সাইদ উসামা
✅ দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম
✅ ও অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও এর দ্রুত বাস্তবায়নের দাবি জানান।