নিজস্ব প্রতিনিধি
“সেবাই মূলমন্ত্র”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের আড়মুখী জোয়ার্দার জালাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নছোঁয়া সামাজিক উন্নয়ন ফোরাম” এর আয়োজনে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়।
এই মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করেন। নলডাঙ্গা, সুরাট, ঘোড়শাল, জামাল ও ফুরসন্ধি ইউনিয়ন থেকে আসা প্রায় ২ হাজার রোগী এই সেবার সুযোগ গ্রহণ করেন।
রোগীদের অভিজ্ঞতা
ফ্রি চিকিৎসা নিতে আসা ইদ্রিস আলী, আক্কেল মণ্ডল, আশরাফুল ইসলাম ও ক্বারি আনিসুর রহমান জানান, প্রতি বছরই আড়মুখী গ্রামের কৃতি সন্তান নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. শফিউল আলম সোহাগ এর উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। এতে দরিদ্র ও অসহায় মানুষেরা সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারেন।
তাঁরা আরও বলেন, “বিশেষ করে ডাক্তার ও স্বেচ্ছাসেবকদের ব্যবহার অত্যন্ত আন্তরিক, যা আমাদের মুগ্ধ করেছে। দেশের বিভিন্ন এলাকায় এমন আয়োজন হওয়া উচিত।”
আয়োজকদের বক্তব্য
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. শফিউল আলম সোহাগ বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। শহর থেকে দূরে থাকার কারণে এই অঞ্চলের অনেক অসহায় মানুষ উন্নত চিকিৎসা নিতে পারেন না। সেই সংকট লাঘবে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়তায় আমরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রেসক্রিপশন প্রদান করেছি।”
এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছে ঝিনাইদহের হামদহ বাসস্ট্যান্ডের নূর ডায়াগনস্টিক সেন্টার।
সমাপ্তি
সারা দিনব্যাপী এই ক্যাম্পে বিপুলসংখ্যক রোগীর উপস্থিতি প্রমাণ করে যে, দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ। আয়োজকদের আশা, আগামী বছর আরও বড় পরিসরে এই ক্যাম্প আয়োজন করা হবে, যাতে আরও বেশি মানুষ চিকিৎসা সুবিধা পেতে পারেন।