নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) বেলা ১১টায় শহরের পায়রা চত্বর থেকে একটি র্যালি বের করে দলটির নেতা-কর্মীরা।
র্যালি ও শ্রদ্ধা নিবেদন
✅ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিস্মরণীতে গিয়ে শেষ হয়।
✅ পরে বদ্ধভূমিতে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা।
উপস্থিত নেতৃবৃন্দ
✔️ জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ
✔️ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা
✔️ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সি কামাল আজাদ পান্নু
✔️ অন্যান্য নেতৃবৃন্দ
বক্তব্য
বক্তারা বলেন—
🔹 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা প্রাণ উৎসর্গ করেছেন, জাতি তাদের চিরকাল স্মরণ করবে।
🔹 বিএনপি সব সময় শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্ববান থাকবে।