নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসুর সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আলা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম জোয়ার্দার।
এছাড়াও উপস্থিত ছিলেন—
- ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন
- ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম, মনিরুল মাস্টার
- ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুল
- সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন
- জেলা প্রজন্মদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম বাবলু
- ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম
- কৃষক দলের সভাপতি আহসান কবির
- স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম
- যুবদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম
- বিএনপির অন্যতম নেতা রেজা বিশ্বাস
এছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান
প্রধান বক্তা জাহিদুল ইসলাম জোয়ার্দার বলেন—
"দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকার আমাদের ওপর পাথরের মতো চেপে বসেছিল। এখন আর কোনো স্বৈরশাসকের স্থান এদেশের মাটিতে হবে না।"
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন—
"দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির কান্ডারি তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে দ্রুত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।"
সারাদেশে ইফতার মাহফিল অব্যাহত
তিনি আরও জানান, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে ধারাবাহিকভাবে ইফতার মাহফিলের আয়োজন চলছে।
দোয়া ও মোনাজাত
ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।