নিজস্ব প্রতিবেদক,
পবিত্র ঈদ-উল-ফিতর যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা পরিচালনা ও অতিথিরা
মঙ্গলবার (১৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রথীন্দ্রনাথ রায়
- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী
- পুলিশ সুপারের প্রতিনিধি মাহফুজুর রহমান
- ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন
- ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর
- বিভিন্ন দপ্তরের প্রধান, মসজিদের ইমাম ও খতিববৃন্দ
ঈদ জামাতের সময়সূচি
সভায় ঝিনাইদহ পৌরসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রধান ঈদ জামাত সকাল ৭:৩০টায় উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া—
- সকাল ৮:০০টায় ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা মাঠে
- সকাল ৮:৩০টায় মডেল মসজিদসহ স্থানীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে
নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা
জেলাবাসী যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
সভায় প্রধান অতিথি ঈদুল ফিতর উদযাপন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।