ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা তৈরির কারখানা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ নেতৃত্ব দেন। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, পরিদর্শক মোঃ আশরাফ আলী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ছিল কারখানাটি
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান জানান,
"দীর্ঘদিন ধরে স্টার ব্রিকসের পাশে অবৈধভাবে এই সীসা কারখানা পরিচালিত হচ্ছিল। এখানে পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করা হতো, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর।"
অভিযানের ফলাফল
- কারখানাটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে।
- পুরাতন ব্যাটারি ও সীসা তৈরির সকল সরঞ্জাম জব্দ করা হয়েছে।
- ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি, তবে মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
অভিযান চলবে নিয়মিত
নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানিয়েছেন,
"পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।"
এতে করে ঝিনাইদহে অবৈধ কারখানা গড়ে ওঠা এবং পরিবেশ দূষণ রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের বার্তা আরও জোরালো হলো।