কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
২৫ বছর ধরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের তরুণরা ধারাবাহিকভাবে মসজিদে ইফতার আয়োজন করে আসছেন। প্রতিদিন গ্রামের রোজাদার ও পথচারীদের জন্য এ আয়োজন চলে চাপালী জামে মসজিদ প্রাঙ্গণে।
যেভাবে শুরু হলো এই উদ্যোগ
চাপালী যুব সংঘের সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান,
"২০০০ সালের আগে গ্রামের সবাই একসঙ্গে ইফতার করতেন না। অনেক দরিদ্র পরিবার ঠিকমতো ইফতার পেত না। তখন চাপালী পাবলিক লাইব্রেরি ও যুব সংঘের সদস্যরা সিদ্ধান্ত নেন, সবাই মিলে ইফতার আয়োজন করবেন। সেই থেকে প্রতিবছর এটি নিয়মিত হচ্ছে।"
ইফতার আয়োজনের প্রক্রিয়া
চাপালী পাবলিক লাইব্রেরির সভাপতি ইফতেখার উল ইসলাম বলেন,
"রমজানের আগে গ্রামের সচ্ছল ব্যক্তিদের তালিকা করা হয়। সবাই মিলে ইফতার সামগ্রী কিনে দেন। রোজার মাস শুরু হলে ২০-২৫ জন স্বেচ্ছাসেবক প্রতিদিন বিকেলে মসজিদে চলে আসেন। তাঁরা পুরো ইফতার ব্যবস্থাপনা দেখভাল করেন।"
গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
চাপালী জামে মসজিদের ইমাম নূর হাসান বলেন,
"এটি গ্রামের যুবকদের এক অসাধারণ উদ্যোগ। এতে অনেক পথচারীও অংশ নেন, যা একসঙ্গে ইফতার করার সুন্দর দৃষ্টান্ত।"
সামাজিক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
গ্রামের বাসিন্দা আক্তার হোসেন বলেন,
"বাড়িতে ইফতার থাকলেও মসজিদে ছুটে আসি। এখানে সব বয়সী ও শ্রেণির মানুষের সঙ্গে ইফতার করতে ভালো লাগে।"
এভাবেই ২৫ বছর ধরে তরুণদের ঐকান্তিক প্রচেষ্টায় ইফতার আয়োজনের এই উদ্যোগ গ্রামের ঐতিহ্যে পরিণত হয়েছে।