নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কলেজ ছাত্রদল, যেখানে অংশ নেয় উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও।
প্রতিবাদের ভাষা ছিল স্পষ্ট ও দৃঢ়
মানববন্ধনে বক্তারা গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তারা বলেন, "ইসরায়েল দিনের পর দিন শিশু, নারী, সাধারণ মানুষকে হত্যা করছে। এই হত্যাযজ্ঞ থামাতে আমাদের প্রতিবাদ জোরদার করতে হবে।"
তারা আরও বলেন, "ইসরায়েল আমাদের দেশে ব্যবসা করে অর্থ উপার্জন করে, সেই অর্থই তারা ব্যয় করছে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর বোমা ফেলতে। আমরা আর এই অর্থের যোগান দেব না। ইসরায়েলি সকল পণ্য বর্জন করবো।"
বয়কট হোক সচেতন, সহিংস নয়
বক্তারা বয়কট কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “আমরা বয়কট করবো—তবে সেটি যেন শান্তিপূর্ণ হয়। কোনো অবস্থাতেই যেন দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত না হয় বা কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে।”
উপস্থিত ছিলেন নেতাকর্মীরা
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তারিকুল ইসলাম।
এছাড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, হারুনা রশিদ রাজা, ইফতি জাহান, শাওন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলা, সাহাদত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, আশরাফুল ইসলাম নিরবসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের বার্তা: মানবতার পক্ষে, নিপীড়নের বিরুদ্ধে
বক্তারা মানববন্ধন থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, "এটা শুধুই রাজনৈতিক নয়, এটা মানবিক অবস্থান। নিরীহ মানুষের উপর এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। আমরা সকল ছাত্র সমাজকে আহ্বান জানাই—মানবতার পক্ষে দাঁড়ান, ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হোন।"
বক্তব্যের শেষে তারা ঘোষণা দেন, ভবিষ্যতেও এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল একই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে।