বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মানববন্ধন

2025-04-08  রিপোর্টারের নাম  151 views    

নিজস্ব প্রতিবেদক:


ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অব্যাহত বর্বরোচিত হামলার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রী কলেজ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে কলেজ ছাত্রদল, যেখানে অংশ নেয় উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও।

FB_IMG_1744097779199
প্রতিবাদের ভাষা ছিল স্পষ্ট ও দৃঢ়

মানববন্ধনে বক্তারা গাজার নিরীহ জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তারা বলেন, "ইসরায়েল দিনের পর দিন শিশু, নারী, সাধারণ মানুষকে হত্যা করছে। এই হত্যাযজ্ঞ থামাতে আমাদের প্রতিবাদ জোরদার করতে হবে।"

তারা আরও বলেন, "ইসরায়েল আমাদের দেশে ব্যবসা করে অর্থ উপার্জন করে, সেই অর্থই তারা ব্যয় করছে ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের ওপর বোমা ফেলতে। আমরা আর এই অর্থের যোগান দেব না। ইসরায়েলি সকল পণ্য বর্জন করবো।"

FB_IMG_1744097785586
বয়কট হোক সচেতন, সহিংস নয়

বক্তারা বয়কট কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “আমরা বয়কট করবো—তবে সেটি যেন শান্তিপূর্ণ হয়। কোনো অবস্থাতেই যেন দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত না হয় বা কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে।”

উপস্থিত ছিলেন নেতাকর্মীরা

মানববন্ধনে উপস্থিত ছিলেন—
কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তারিকুল ইসলাম
এছাড়া কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন হোসেন, হারুনা রশিদ রাজা, ইফতি জাহান, শাওন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আলা, সাহাদত হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরণ, আশরাফুল ইসলাম নিরবসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের বার্তা: মানবতার পক্ষে, নিপীড়নের বিরুদ্ধে

বক্তারা মানববন্ধন থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, "এটা শুধুই রাজনৈতিক নয়, এটা মানবিক অবস্থান। নিরীহ মানুষের উপর এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। আমরা সকল ছাত্র সমাজকে আহ্বান জানাই—মানবতার পক্ষে দাঁড়ান, ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হোন।"

বক্তব্যের শেষে তারা ঘোষণা দেন, ভবিষ্যতেও এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে এবং দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল একই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবে।


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর