মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি,
"অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন"—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
আলোচনা সভা ও প্রধান অতিথির বক্তব্য
শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম।
সভায় তিনি বলেন:
- বর্তমান সমাজে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।
- দেশের উন্নয়নে নারীদের অবদান এখন উল্লেখযোগ্য।
- নারীদের ক্ষমতায়ন আরও সুসংহত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অন্যান্য বক্তারা যা বললেন
সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন।
বক্তব্য রাখেন:
- উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি
- কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন
- সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস
- শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন
- উষার প্রতিনিধি আব্দুল হান্নান
- বিকশিত নারী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সুফিয়া খাতুন
নারীর অধিকার রক্ষার গুরুত্ব
বক্তারা নারীর অধিকার রক্ষায় সমাজের সব স্তরের মানুষের অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।