নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুলের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহাবুবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় উপজেলার সকল ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী জাতীয় নির্বাচন ও সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত তুলে ধরেন।
দীর্ঘ সময় ধরে চলা এ সভায় সাইফুল ইসলাম ফিরোজ নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সকলকে দলীয় ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় আরও বক্তব্য দেন—
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম,
নজরুল ইসলাম তোতা,
শহিদুল ইসলাম,
ইলিয়াস রহমান মিঠু,
মোহাম্মদ আলী জিন্নাহ,
এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাটি শেষ হয় দলীয় শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে।