নিজস্ব প্রতিবেদন
ঝিনাইদহের কালীগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে খাবার স্যালাইন, পানি ও খাদ্য-সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রদল নেতৃবৃন্দ এই আয়োজন করেন। পরীক্ষাকেন্দ্রের আশেপাশে অভিভাবকদের জন্য নিরাপদ ছায়াযুক্ত স্থান ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন সোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন আলা, তারেকুর রহমান টিপু, সদস্য মনিরুজ্জামান মুন্না, হাসানুজ্জামান ইবোন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ রাজা, খালেদ সাইফুল্লাহ শাওন।
এছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ কর্মসূচি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে।