মোঃপারভেজ কালীগঞ্জ প্রতিনিধি,
সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় সরকারি মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন:
✅ কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন
✅ কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা
✅ পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম
✅ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান টিপু
✅ কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইফতি জাহান
✅ হারুন অর রশিদ রাজাসহ অন্যান্য নেতাকর্মীরা
এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।
বক্তারা যা বলেছেন:
✅ "ধর্ষকদের দ্রুত বিচার করতে হবে এবং ২১ দিনের মধ্যে বিচার কার্যকর করতে হবে।"
✅ "ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।"
✅ "নারী নিপীড়ন বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।"
ছাত্রদল নেতারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান এবং এ ধরনের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।