মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ ,
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে দিনে-দুপুরে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে ‘রাইসা টেলিকম’ ও ‘মুন্সি হোমিও হল’ নামের দোকান দুটিতে এ চুরির ঘটনা ঘটে।
মুন্সি হোমিও হলের মালিক সাইদুর রহমানের ছেলে প্রথমে দোকানের সামনে গিয়ে সাটার খোলা ও এলোমেলো অবস্থায় দেখতে পান। আশপাশের দোকানদাররা ছুটে এসে নিশ্চিত হন চুরির ঘটনা ঘটেছে।
রাইসা টেলিকমের মালিক ফুরকান আলী জানান, দুপুরে খাবারের জন্য পাইকপাড়া নিজ বাড়িতে ছিলেন। সাটার নামিয়ে দোকান রেখে যাওয়া অবস্থায় চোরচক্র দোকানের মোবাইল ফোন ও ক্যাশে থাকা নগদ ২,৫০০ টাকা চুরি করে। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ হাজার টাকা।
অন্যদিকে, মুন্সি হোমিও হলের মালিক জানান, চুরির ঘটনায় ক্যাশ ড্রয়ার থেকে প্রায় ১,০০০ টাকা চুরি হয়েছে।
তবে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
কালীগঞ্জ শহরে প্রতিনিয়ত চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দাবি জানিয়েছেন, দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।