কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি,
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামে দিনে-দুপুরে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্রের সদস্যরা বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাকড়া গ্রামের সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক বিদেশে থাকার কারণে সেখানে তার স্ত্রী রুশনা বেগম, মেয়ে ও শাশুড়ি বসবাস করেন।
প্রবাসীর স্ত্রী রুশনা বেগম জানান, সকালে তিনি তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে পাশের পুরানো বাড়িতে যান। দুপুরে ফিরে এসে দেখেন, ঘরের প্রধান দরজার তিনটি তালা ভাঙা, আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে, এবং ড্রয়ার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে। চোরেরা তার ঘর থেকে প্রায় ২ লাখ টাকা নগদ ও ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে বলে তিনি জানান।
চুরির ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দাবি করছেন, এলাকায় চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই শামীম হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। চোর চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
স্থানীয়রা আশা করছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।