নিজস্ব প্রতিবেদক,
ইউটিউব দেখে মোটরসাইকেল চুরির কৌশল শিখে চুরি করতে এসে ধরা পড়েছেন দুই যুবক।
চুরির চেষ্টার সময় এলাকাবাসী তাদের ধরে ফেললে চুল কেটে দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
আটক যুবকরা হলেন— ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) ও আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন।
রাসেল কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং মিজান পেশায় রাজমিস্ত্রি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই যুবক একটি লাল রঙের এ্যাপাচি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন। এরপর হাইড্রোলিক ব্রেক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয়।
তারা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে যুবকরা সন্দেহজনক আচরণ করতে থাকেন।
এলাকাবাসী তখন তাদের ধরে ফেলেন এবং মাথার চুল কেটে দেন।
পরবর্তীতে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোটরসাইকেল চুরির বিশেষ চাবি।
আটক মিজান বলেন,
“এই প্রথম মোটরসাইকেল চুরি করতে এসেছি। ইউটিউব দেখে চুরির কৌশল শিখেছি।”
ভুক্তভোগী মোটরসাইকেল মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন,
“মোটরসাইকেল রেখে কিছু দূরে কাজ করছিলাম। এসে দেখি তালা ভাঙা ও দুই যুবক এলাকাবাসীর হাতে আটক।”
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন,
“এলাকাবাসী দুই চোরকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”