নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ:
**“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে”—**এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের নিমতলা এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কালীগঞ্জ-কোটচাঁদপুর-মহেশপুর মোটর মালিক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক পথসভা।
পথসভায় সভাপতিত্ব করেন থানা শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
বক্তব্যে তিনি বলেন,
“শিকাগোর রক্তাক্ত আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের নির্ধারিত কর্মঘণ্টা, ন্যায্য মজুরি এবং শ্রম অধিকার অর্জনের দ্বার উন্মুক্ত হয়। এই আন্দোলন শুধু শ্রমজীবী মানুষের নয়, এটি ছিল একটি বৃহৎ সামাজিক পরিবর্তনের সূচনা, যা ধীরে ধীরে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন,
“বিশ্বের শ্রমজীবী মানুষের আত্মত্যাগ আজও শ্রম অধিকার আন্দোলনের প্রেরণার উৎস হয়ে আছে। শ্রমিকের মর্যাদা রক্ষা করতে হলে তাদের ন্যায্য অধিকার ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করা আবশ্যক।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস রহমান মিঠু, শ্রমিক নেতা সাইদুল ইসলামসহ স্থানীয় বিএনপি এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, সঠিক মজুরি ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতের দাবি জানান এবং এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।