নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ধারালো লোহার রড দিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) ভোররাতে উপজেলার কাশীপুর বেঁদেপল্লীতে এ ঘটনা ঘটে।
নিহত ও অভিযুক্তের পরিচয়
✅ নিহত যুবক: আবু তালেব (৩০), কাশীপুর বেঁদেপল্লীর মৃত আয়ুব হোসেনের ছেলে।
✅ অভিযুক্ত: রুবেল হোসেন (৩২), একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।
ঘটনার বিবরণ
🔸 রাত ৩টার দিকে রুবেল হোসেন আবু তালেবের বাড়ির সামনে এসে ডাকাডাকি করে।
🔸 তালেব বাইরে বের হলে, রুবেল ধারালো লোহার রডের ছুঁচালো অংশ দিয়ে তার বুকে আঘাত করে।
🔸 ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করে।
🔸 স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।
পুলিশি তদন্ত ও ব্যবস্থা
🔹 অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ।
🔹 পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
🔹 মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন,
➡️ “অভিযুক্তকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত চলছে।”