নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জে পান বোঝাই একটি আলম সাধু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণ
সোমবার (২৪ মার্চ) ভোরে উপজেলার নরেন্দ্রপুর বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলম সাধু চালক আব্দুল হান্নান শেখ এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়—
✅ কোলা ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে কয়েকজন পান চাষীর ১৮ বোঝা পান নিয়ে কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা হন তারা।
✅ নরেন্দ্রপুর বেলতলা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা ৫-৬ জন মুখোশধারী ডাকাত রাস্তার ওপর কলাগাছ ফেলে ও গাছের সাথে ফিতা বেঁধে তাদের পথরোধ করে।
✅ ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চালক ও যাত্রীদের জিম্মি করে এবং লাঠি দিয়ে মারধর করে।
✅ পরে পাশের লিচু বাগানে সকলকে দড়ি দিয়ে বেঁধে পান বোঝাই আলম সাধুটি নিয়ে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় প্রতিক্রিয়া
✔️ স্থানীয়রা সকালে জিম্মিদের উদ্ধার করেন।
✔️ তাদের অভিযোগ, ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি, ডাকাতি ও ছিনতাই বেড়েছে।
✔️ ফয়লা মিশন পার হয়ে ঘোষনগর বাজারের পূর্বের সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রায়ই এখানে চুরি-ডাকাতির ঘটনা ঘটে।
✔️ দ্রুত পুলিশি টহল না বাড়ালে এ এলাকায় জনসাধারণকে আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হবে।
পুলিশের প্রতিক্রিয়া
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন—
🔹 আলম সাধু ছিনতাইয়ের লিখিত অভিযোগ পেয়েছি।
🔹 ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।
🔹 শহরের প্রবেশমুখের ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে টহল জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।