মোঃ পারভেজ, ঝিনাইদহ
আগামী ৩০ মে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ কমিশনারসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও দলীয় নেতাকর্মীরা।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, শাসনব্যবস্থা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার অবদান স্মরণ করেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান।