বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / কালীগঞ্জে সড়ক নির্মাণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে সড়ক নির্মাণে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

2025-05-26  রিপোর্টারের নাম  183 views    

মোঃ পারভেজ, ঝিনাইদহ

ঝিনাইদহ-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি ও স্থাপনা হারানো ক্ষতিগ্রস্তরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

InShot_20250526_164114855
স্থান ও সময়:
সোমবার (২৬ মে) সকাল ১০টায় কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ ও অংশগ্রহণকারীরা:
মানববন্ধনে ঝিনাইদহ-যশোর সড়কের দুই পাশের ক্ষতিগ্রস্ত জমির মালিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, ব্যবসায়ী তবিবুর রহমান মিনি, আবু জাফর, তৌহিদুল ইসলাম প্রমুখ।

ঘটনার বিবরণ:
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, ৬ লেন সড়ক নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির চেয়েও বেশি জমি অধিগ্রহণ করা হচ্ছে। এতে অনেক পরিবার বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান হারাচ্ছেন। তারা দাবি করেন, বর্তমান বাজারদর অনুযায়ী জমি, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দিতে হবে।

প্রতিক্রিয়া:
বক্তারা বলেন, সড়ক উন্নয়ন প্রকল্পের নামে সাধারণ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধের দাবি জানান তারা। মানববন্ধন থেকে দ্রুত ও ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর