নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর বেঁদেপল্লীতে যুবক আবু তালেব হত্যার ঘটনার মামলায় মূল অভিযুক্তকে বাদ দেওয়ার অভিযোগ এবং বাদীর স্বাক্ষর সাদা কাগজে নেওয়ার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
বিক্ষোভ ও অবরোধের ঘটনা
আজ রবিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায়, কাশিপুর বেঁদেপল্লীর প্রায় দুই শতাধিক নারী-পুরুষ প্রথমে কালীগঞ্জ থানায় গিয়ে অবস্থান নেয় ও বিক্ষোভ শুরু করে।
➡️ ওসির সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও তারা দেখা পাননি।
➡️ পরে তারা শহরের নিমতলা বাসস্ট্যান্ডে যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে প্রায় ১ ঘণ্টা।
➡️ এতে দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে।
➡️ বিক্ষোভকারীরা ওসি শহিদুল ইসলাম হাওলাদারের অপসারণের দাবিতে শ্লোগান দেন।
তাদের অভিযোগ
✅ নিহত আবু তালেবের ভাই আব্দুল আলীমকে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে বাদী করা হয়।
✅ মামলার মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) কে বাদ দেওয়া হয়েছে।
✅ পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করছে না বলে অভিযোগ।
পূর্বপ্রেক্ষাপট
গত ৩ এপ্রিল ভোররাতে, পূর্ব শত্রুতার জেরে আবু তালেবকে বাড়ি থেকে ডেকে নিয়ে লোহার রড দিয়ে হত্যা করা হয়। ওইদিনই তার ভাই আব্দুল আলীম থানায় গিয়ে মামলার বাদী হন।
গ্রামবাসীর হুঁশিয়ারি
➡️ বিক্ষোভকারীরা জানান, তিন দিনের মধ্যে ওসিকে অপসারণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এই পরিস্থিতিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সেজন্য স্থানীয় প্রশাসনকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।