কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি,
ঝিনাইদহের কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ জন পান চাষীর প্রায় ১২ বিঘা জমির বরজ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনা
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয়রা হঠাৎ করে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পানের বরজে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বরজেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৭ জন পান চাষীর দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষকের আহাজারি
ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন—আমজেদ আলি, গফফার আলি, আব্দুল হান্নান, আরিফ হোসেন, আশরাফুল ইসলাম, আনসার গাজি ও শিমুল হোসেন। তারা জানান, আগুন কীভাবে লেগেছে তা কেউ বলতে পারছেন না। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বরজের সবকিছু পুড়ে যায়। তাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই, পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন তারা।
ফায়ার সার্ভিসের বক্তব্য
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।”
তদন্ত ও সহায়তার দাবি
এ ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে স্থানীয় প্রশাসন এখনও কিছু জানাতে পারেনি। ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারের কাছে দ্রুত সাহায্যের আবেদন জানিয়েছেন, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারেন।