হবিগঞ্জ জেলা প্রতিনিধি,
হবিগঞ্জের মাধবপুরে ৬৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের অভিযানে আটক তিনজন
গ্রেফতারকৃতরা হলেন—
✅ মোঃ সিফাত আলী (৪০), পিতা মৃত সায়েদ আলী, গ্রাম: উত্তর বেজুরা।
✅ মোঃ আনোয়ার মিয়া (৩২), পিতা মৃত মিয়াব আলী, গ্রাম: সুলতানপুর।
✅ মোঃ আলমগীর মিয়া (২৫), পিতা রবিউল মিয়া, গ্রাম: মুরাদপুর।
অভিযানের বিবরণ
র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল রাত ১০টার দিকে শ্যামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের কাছ থেকে ৬৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থাঙ
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রশাসনের হুঁশিয়ারি
মাধবপুরসহ সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মাধবপুরে দীর্ঘদিন ধরে একটি মাদক চক্র সক্রিয় ছিল। এই গ্রেফতারের মাধ্যমে বড় ধরনের মাদক কারবারি চক্রের নেটওয়ার্ক দুর্বল হবে বলে তারা মনে করছেন।