মোঃ হাসান , স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফারুক খানকে গ্রেফতার করেছে পুলিশ। চলমান "অপারেশন ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে সোমবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিস্তারিত তথ্য
গ্রেফতারকৃত ফারুক খান মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিদখালী গ্রামের মৃত আলী আকাব্বারের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সুবিদখালী গ্রামের বেগমপুর এলাকায় হাওলাদার বাড়ির সামনে, সুবিদখালী-চত্রা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
কোন মামলায় গ্রেফতার?
ফারুক খানকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নে সংঘটিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশের বক্তব্য
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান,
"চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় ফারুক খানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের মামলাগুলো পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
সামাজিক প্রতিক্রিয়া
ফারুক খানের গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটাকে আইনশৃঙ্খলা রক্ষার জন্য ইতিবাচক পদক্ষেপ বললেও, তার অনুসারীরা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে মনে করছেন।
পুলিশ জানিয়েছে, অভিযান চলমান থাকবে এবং দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে।