মিরাজ খন্দকার, সংবাদদাতা, ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বড় বামনদহ গ্রামে পানিতে ডুবে ফায়েজ হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়েজ ওই গ্রামের রাশিদুল ইসলামের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খেলার সময় সবার অগোচরে ফায়েজ স্থানীয় প্রাইমারি স্কুল সংলগ্ন পৌরসভার পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্কুলের সামনে থাকা পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর মডেল থানার ওসি কবীর হোসেন মাতুব্বর জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। তবে শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।