কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি,
ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আহসানুল ইসলাম অর্কিড (৩২) নামে এক যুবককে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বুধবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে এ ঘটনা ঘটে।
কি ঘটেছিল?
ভুক্তভোগী অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আযীম আনোয়ারের ভাইপো মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরবর্তীতে তারা বিয়ে করে আত্মগোপনে চলে যান।
অর্কিড নিজেও বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে।
ফাঁদে ফেলে আগুন দেওয়া হয়
বুধবার মীমাংসার কথা বলে তারিন অর্কিডকে যশোরে ডেকে আনেন। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এক ব্যক্তি অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
দগ্ধ অবস্থায় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং অর্কিডকে উদ্ধার করেন।
ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন
প্রথমে ভয়ে যশোরের কোনো হাসপাতালে ভর্তি না করে অর্কিডকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়, বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
মায়ের কান্না ও অভিযোগ
অর্কিডের মা জানান—
“আমার ছেলেকে যখন উদ্ধার করে আনছিলাম, তখন রিংকু ও তারিন জোরপূর্বক ভিডিও ধারণ করে নেয়। নাহলে তারা ছেলেকে নিয়ে আসতে দিচ্ছিল না। বর্তমানে আমি ঢাকায় ছেলের সঙ্গে আছি, তার অবস্থা খুবই খারাপ।”