বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / রাতে মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি, ভোরে মিলল ইউপি সদস্যের মরদেহ

রাতে মামলার ভয় দেখিয়ে দুই লাখ টাকা দাবি, ভোরে মিলল ইউপি সদস্যের মরদেহ

2025-03-20  রিপোর্টারের নাম  191 views    

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজির শিকার হয়ে এক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আমিনুল ইসলাম (৫০) সিমলা রোকনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার ও পুকুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

InShot_20250320_082057234
ঘটনার বিবরণ

নিহতের কন্যা আফরোজা খাতুনের অভিযোগ অনুযায়ী, গত ১৫ মার্চ রাত ১০:০২ মিনিটে তার পিতার মোবাইলে ০১৩১৪-৮৯২০২১ নম্বর থেকে কল আসে। অপরপ্রান্ত থেকে নিজেকে থানার পুলিশ পরিচয় দিয়ে বলা হয়—
"আপনার নামে মামলা হচ্ছে। নাম খারিজ করতে হলে দুই লাখ টাকা দিতে হবে। না হলে পুলিশ আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাবে।"

আমিনুল ইসলাম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে গালিগালাজ ও ভয়ভীতি দেখানো হয়। পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে রাত ১০:৩০ টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।

পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনে তার মৃতদেহ পাওয়া যায়

চাঁদাবাজির শিকার আরও ৬ ইউপি সদস্য

একই রাতে সিমলা রোকনপুর ইউনিয়নের আরও ৬ জন ইউপি সদস্যকে পুলিশ পরিচয়ে ফোন করে একইভাবে মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। তারা হলেন—

  1. ইউনুচ আলী
  2. টিটো
  3. মুনছুর আলী
  4. সিদ্দিক বিশ্বাস
  5. রাকিব হোসেন
  6. আকবর আলী

ইউপি সদস্য ইউনুচ আলী জানান, ৯:৫২ মিনিটে তার মোবাইলে কল দিয়ে নিজেকে থানার এএসআই মাসুদ পরিচয় দিয়ে বলা হয়—
"তুই আওয়ামী লীগ করিস, তোর নামে মামলা হচ্ছে। মামলা খারিজ করতে হলে দুই লাখ টাকা দিতে হবে।"

তিনি থানায় সরাসরি যোগাযোগ করতে চাইলে তাকে গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।

থানায় অভিযোগ ও পুলিশের বক্তব্য

নিহতের পরিবার ১৬ মার্চ রাতে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও পরে সেটি তুলে নেয়

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান,
"মৃত ব্যক্তির স্বজনরা থানায় এসে অভিযোগ দিয়েছিল, কিন্তু কিছু সময় পর তা তুলে নেয়। পুলিশ পরিচয়ে প্রতারকদের নাম ও মোবাইল নম্বর যাচাই করা হয়েছে, কিন্তু ওই নম্বর থানার কোনো পুলিশের নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

পরিবার ও এলাকাবাসীর সন্দেহ

নিহতের পরিবার ও গ্রামবাসীদের ধারণা,

  • চাঁদাবাজদের ভয় পেয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে তিনি মারা যেতে পারেন
  • অথবা প্রতারকদের কোনো কৌশলের কারণে তার মৃত্যু হতে পারে

এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ প্রতারক চক্রের সন্ধান ও ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের আশ্বাস দিয়েছে


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর