মোঃ পারভেজ কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার সহনীয় রাখতে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) বিকেলে পৌরসভার কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় ব্যবসায়ী, মোটর মালিক সমিতি, গণমাধ্যমকর্মী, শ্রমিক সংগঠন ও উপজেলা-পৌরসভার কর্মকর্তারা অংশ নেন।
যানজট ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ পদক্ষেপ
কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রমজান মাস জুড়ে শহরের যানজট নিরসনে বিশেষ টহল ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চুরি, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের অতিরিক্ত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম জোরদার
রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি রোধে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণাও দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত বিশিষ্টজনেরা
সভাটি কালীগঞ্জ পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন—
- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম
- কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার
- আনসার ভিডিপি কর্মকর্তা ফয়সাল মির্জা
- পৌর সচিব আব্দুল্লাহ আল মাসুম
- মোটর মালিক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন
- দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ শহিদুল ইসলাম
- সমকালের জামির হোসেন
- বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু
- দিনকালের হুমায়ুন কবির
- পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আশাদুল ইসলাম
- সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা
- সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব
এছাড়াও উপজেলা ও পৌর পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসনের আহ্বান
সভায় প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসে ক্রেতা-বিক্রেতাদের সচেতন থাকার আহ্বান জানানো হয় এবং যেকোনো অনিয়ম বা সমস্যা দ্রুত প্রশাসনকে জানাতে বলা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা এ ধরনের সভার প্রশংসা করে বলেন, এতে ব্যবসা-বাণিজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।