কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় ভাষা শহিদ স্মৃতি ৮ দলীয় দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক। তিনি তার বক্তব্যে বলেন, "দেহ ও মনের বিকাশে খেলাধুলার প্রসার ঘটাতে হবে। নির্মল মনন ও দুশ্চিন্তামুক্ত জীবন গড়তে তরুণ-যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। ক্রীড়াই পারে সামাজিক নানা অবক্ষয় থেকে মুক্তি দিতে। সারা বছরই বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা দরকার।"
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস
- সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—
- উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ
- কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ
- উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান
- কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু
- সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল
- প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এম এ সাজেদ
- সাংবাদিক কাজী সিরাজ
- ক্রীড়া সংগঠক রেজাউল করিম লাভলু
- প্রভাষক রফিকুল ইসলাম
- শেখ শাহজাহান আলী শাহিন
- রবিউল হাসান
- সানবিম সিয়াম প্রমুখ।
খেলাধুলার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার অন্যতম মাধ্যম। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা হবে এবং জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ সৃষ্টি করা হবে।
উদ্বোধনী ম্যাচে উপস্থিত দর্শকদের বিপুল উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী ম্যাচে দুই দল প্রতিদ্বন্দ্বিতা করে এবং পুরো খেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন সার্বিক সহযোগিতা করছে।