নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার শ্যামনগরে বসতভিটার জমিতে বালু ফেলাকে কেন্দ্র করে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছেন। রোববার (২৩ মার্চ) ভোরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ও অভিযুক্তের পরিচয়
✔️ নিহত: আব্দুল কাদের (৬০) – শারীরিক প্রতিবন্ধী
✔️ অভিযুক্ত: মোশারফ মোড়ল (ভাই), অয়েদ মোড়ল (স্বজন) ও আরও কয়েকজন
ঘটনার বিবরণ
নিহতের ছেলে তৈয়বুর রহমান জানান, তার বাবা মফিজুল মোড়লের কাছ থেকে জমি কিনে সেখানে বালু ফেলছিলেন। এ সময় তার চাচা মোশারফ মোড়ল, অয়েদ মোড়ল ও চাচাতো ভাইরা মিলে তার বাবাকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রশাসনের প্রতিক্রিয়া
স্থানীয় পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
শ্যামনগর থানার ওসি মোল্লা হুমায়ুন কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের প্রতিক্রিয়া
এলাকাবাসী জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তবে এটি হত্যাকাণ্ডে রূপ নেবে, তা কেউ কল্পনাও করেননি। তারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।