শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান ও জরিমানা
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুর রোডের কুমিড়াদহ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী দুইটি ইটভাটাকে জরিমানা করে।
- মেসার্স মোল্লা ব্রিকস (মালিক: মোঃ আমজাদ মোল্লা) – ৪০ হাজার টাকা জরিমানা
- মেসার্স দেশ ব্রিকস (মালিক: মোঃ সাইফুল ইসলাম) – ৪০ হাজার টাকা জরিমানা
পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা
অভিযানের সময় ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান, শৈলকুপা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন,
"অবৈধ ইটভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। নির্দেশনা না মেনে চালু রাখলে ভাটা গুড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি এ বছর ভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।"
প্রশাসনের কঠোর মনোভাব
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সিরাজুস সালেহীন বলেন,
"পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধ ইটভাটাগুলো আইনের আওতায় আনা হবে।"
এদিকে, স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা করছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।