শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন তিন সন্তানের জননী। বুধবার সকালে উপজেলার ভাটই বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী বিল্লাল নামে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। মঙ্গলবার রাতে তারা একসঙ্গে সময় কাটাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা বাড়ি ঘেরাও করলে পরিস্থিতি বেগতিক দেখে বিল্লাল পালিয়ে যান। এরপর প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে ওই নারী ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তিনি প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলার হুমকি দেন, যার ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয়দের প্রতিক্রিয়া:
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেন।
অভিযুক্ত প্রেমিকের অবস্থান:
বিল্লালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রবাসী স্বামীর স্ত্রী:
জানা গেছে, মহাসড়ক অবরোধকারী নারী একজন প্রবাসীর স্ত্রী। তবে এ বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।