নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত চারজন। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ‘এফকে ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। গাছের ডালে ধাক্কা লেগে বাসের ছাদ ভেঙে ঝুলে থাকে, যা দুর্ঘটনার ভয়াবহতা আরও বাড়িয়ে তোলে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান,
“বাস দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। চারজন আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।