বাংলা সময় ও তারিখ লোড হচ্ছে...
Header

দৈনিক দিগন্ত খবর - অপরাধের বিরুদ্ধে সোচ্চার, সত্যের পক্ষে অবিচল।

Header
collapse
হোম / সকল বিভাগ / খুলনা বিভাগ / যুবলীগ নেতার স্ত্রীর সঙ্গে পালানো যুবককে পুড়িয়ে হত্যা, ৫ দিন পর মৃত্যু

যুবলীগ নেতার স্ত্রীর সঙ্গে পালানো যুবককে পুড়িয়ে হত্যা, ৫ দিন পর মৃত্যু

2025-03-10  রিপোর্টারের নাম  230 views    

নিজস্ব প্রতিনিধি,

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যুবলীগ নেতার স্ত্রীকে নিয়ে পালানোর ঘটনায় আহসানুল ইসলাম অর্কিড (৩০) নামে এক যুবককে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। দগ্ধ হওয়ার পাঁচ দিন পর সোমবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

FB_IMG_1741591571431
 

ঘটনার পেছনের কাহিনি

নিহত আহসানুল ইসলাম অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে। পরিবারের অভিযোগ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন খাতুন ও তাদের সহযোগী ফয়সাল পরিকল্পিতভাবে অর্কিডকে হত্যা করেছেন।

প্রায় এক মাস আগে যুবলীগ নেতা রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরবর্তীতে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থাকেন। অর্কিড নিজেও বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের জনক ছিলেন বলে জানা গেছে।

পুড়িয়ে হত্যার বর্ণনা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ বুধবার সকালে যশোর পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে অর্কিডকে ডেকে আনা হয়। তারিন খাতুন তাকে ফোন করে ‘মীমাংসার’ কথা বলেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর রিংকু, তারিন ও ফয়সাল মিলে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

পুড়িয়ে ফেলার পর তারা দ্রুত পালিয়ে যান, আর অর্কিড মাটিতে পড়ে ছটফট করতে থাকেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে খবর দেন।

ভয় ও নিরাপত্তার কারণে অর্কিডের পরিবার প্রথমে যশোরের কোনো হাসপাতালে নিতে সাহস করেনি। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।

নিহতের পরিবারের প্রতিক্রিয়া

অর্কিডের বাবা ওসমান গনি বলেন,
"আমার একমাত্র ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও তাদের সহযোগী ফয়সাল আমার ছেলেকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।"

অর্কিডের মা জোসনা বেগম অভিযোগ করে বলেন,
"আগুন দিয়ে পোড়ানোর পর আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয়েছিল। রিংকু ও তারিন আমাদের জোরপূর্বক ভিডিও করতে বাধ্য করে। না করলে তারা আমাদের সন্তানকে নিয়ে আসতে দিত না।"

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিক্রিয়া

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল আক্তার বলেন,
"৫ মার্চ সকালে যশোরের পুরাতন কসবা এলাকায় এক যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টা চালানো হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা গেছেন। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। তারা মামলা করতে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Share:

শিরোনামঃ
কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর...-দিগন্ত খবর     কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি-দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রদলের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে কলেজ শিবির শাখার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপি’র উদ্যোগে হাট সভা লিফলেট বিতরণ -দিগন্ত খবর     ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষতিগ্রস্থদের জমির ন্যায্য মূল্যের দাবিতে সড়ক অবরোধ-দিগন্ত খবর     কালীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা-দিগন্ত খবর     ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অস্ত্র গুলি উদ্ধার-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে জরিমানা-দিগন্ত খবর     মাদক ব্যবসা করতে নিষেধ করায়- কালীগঞ্জে ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জন জখম, আটক ৩-দিগন্ত খবর     কালীগঞ্জে চুরি করে বেশি দামে অন্যত্র সার বিক্রি, জরিমানা-দিগন্ত খবর     কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহে ১টি বেকারীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে উন্মুক্ত জলাশয়ে ২ মণ মাছ ছাড়লো মৎস্যজীবী দল-দিগন্ত খবর     ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণে ন্যায্য মুল্যের দাবি-দিগন্ত খবর     কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন-দিগন্ত খবর     অধিকার নেই এই পৃথিবীতে বেঁচে থাকার- চিরকুট লিখে এতিম কিশোরীর আত্মহত্যা-দিগন্ত খবর     কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা-দিগন্ত খবর     ঝিনাইদহ কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল-দিগন্ত খবর